পাহাড়ের লোক বিমল গুরুংকে জবাব দেবে : দিলীপ ঘোষ - BJP
‘‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পাহাড়ের লোক বিমল গুরঙের সঙ্গে ছিল । নেতাদের লড়াইয়ে সাধারণ লোকের কী লাভ হল, তার জবাব চাইবে পাহাড়ের মানুষ । কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল পাহাড়ের সমস্যা সমাধান করার ৷ কিন্তু রাজ্য সরকার তা করতে দেয়নি ৷ আর তাদের সঙ্গেই বিমল গুরুং হাত মিলিয়েছেন ।’’ মাদারিহাটে সকালে চা চক্রে যোগদান করে বিমল গুরুং ও রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । গতকাল রাতে মাদারিহাটে আসেন তিনি । আজ সকালে মাদারিহাট এলাকার কর্মী সমর্থকদের নিয়ে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ ৷ তারপর মাদারিহাট 4 নম্বর মাঠে চা চক্রে যোগদান দেন । চা চক্রে যোগদান দিয়ে দীলিপ ঘোষ জানান, ডুয়ার্সের নেপালি সম্প্রদায়ের মানুষেরা BJP-র সঙ্গে ছিল ও আছে ।