পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমার থেকে মিষ্টি কথার প্রত্যাশা করবেন না : দিলীপ - Kolkata

By

Published : Jan 16, 2020, 3:20 PM IST

তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে ৷ ''গুলি করে মারা'' মন্তব্যের জন্য নিজের দলেরই সাংসদের প্রশ্নের মুখে পড়েছেন দিলীপ ঘোষ ৷ কিন্তু, নিজের অবস্থান থেকে সরেননি ৷ মিষ্টি কথা তাঁর কাছ থেকে আশা না করাই ভালো ৷ দ্বিতীয়বারের জন্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের তা পরিষ্কার করে দিলেন ৷ দলের সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ আজ বলেন, "কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা না করেন ৷ যাঁর সহ্য শক্তি কম, সহ্য শক্তি বাড়ান ৷ আরও কঠিন কথা শুনতে হবে ৷ সেই দিন আসছে ৷" আজ বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি ৷ স্মরণ করেন নিহত সহকর্মীদের ৷ ধরা গলায় বলেন, "তাঁদের মুখগুলো এখনও চোখের সামনে ভাসে ৷" রাজ্য BJP-র সভাপতি পদের দায়িত্ব নিয়েই আবেগতাড়িত হয়ে পড়েন দিলীপ ঘোষ ৷ স্মরণ করেন নিহত সহকর্মীদের কথা ৷ ধরা গলায় বলেন, "তাঁদের মুখগুলো এখনও চোখের সামনে ভাসে ৷" তারপরই রাজ্যে বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দুষলেন তিনি ৷ বলেন, "কেউ যেন দিলীপ ঘোষের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা না করেন ৷ যাঁর সহ্য শক্তি কম, আপনি সহ্য শক্তি বাড়ান ৷ আরও কঠিন কথা শুনতে হবে ৷ সেই দিন আসছে ৷"

ABOUT THE AUTHOR

...view details