মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবকিছু করেছেন তাপস পাল, ফাঁসতেই সঙ্গ ত্যাগ; মন্তব্য দিলীপের - তাপস পালের মৃত্যু নিয়ে রাজনীতি
তাপস পালের মৃত্যুর জন্য আজ কেন্দ্রীয় সরকার ও CBI-কে দায়ি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি(তাপস পাল) জেলে থাকতে কেউ দেখতে যাননি ৷ তাঁর মৃত্যু নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ তাপস পালের এই দুর্গতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ি ৷ মুখ্যমন্ত্রী দায়ি ৷ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবকিছু করেছেন উনি ৷ যখন ফেঁসে গেলেন তাঁকে ছেড়ে দেওয়া হল ৷" একই সুর শোনা গেল BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহার গলাতেও ৷ মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরে অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন ৷ তাপস পালও অসুস্থ থাকলেও তাঁকে দেখতে যাননি ৷ আজ এই প্রসঙ্গ তুলে রাহুলবাবু বললেন, "তাপস পালের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিমুখী নীতিই দায়ি ৷ "