Dilip Ghosh : নিউটাউনের পুকুরে মাছ ধরলেন দিলীপ, শৈশবের স্মৃতি রোমন্থন করে পোস্ট সোশ্যাল মিডিয়ায় - Dilip Ghosh fishing in a pond in Newtown
কোনও সভা বা বিতর্কিত মন্তব্য নয় ৷ নিউটাউনের একটি পুকুরে ছিপ ফেলে মাছ পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সেই ভিডিয়ো, ছবি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছোটবেলার স্মৃতির কথা জানিয়ে লেখেন, "কথায় বলে মাছে ভাতে বাঙালি । ছোটবেলায় প্রবল উৎসাহে গ্রামের বাড়িতে ছিপে মাছের চারা দিয়ে মাছ ধরতাম । আজ আবার ইচ্ছে হল । নিউটাউনের আশপাশেই একটি পুকুরে ছিপ ফেলে মাছ ধরলাম ।" কিছুদিন আগে শৈশবের গ্রামের বাড়ি গোপীবল্লভপুরে গিয়েছিলেন দিলীপ । সেদিনও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন শৈশবের টুকরো চিত্র । লিখেছিলেন, "আজ আমার আজন্মলালিত বাল্যভূমি গোপীবল্লভপুরে গিয়েছিলাম । গ্রামের বাড়িতে সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেলাম । মায়ের লাগানো গাছ থেকে বাতাবিলেবু, কমলালেবু পাড়তে পাড়তে বারবার স্মৃতির সারণী বেয়ে ফিরে পাচ্ছিলাম নিজের শৈশব ।"