দিলীপ ঘোষের সভাস্থান স্যানিটাইজ়েশন তৃণমূলের - কোচবিহার তৃণমূল
কোচবিহারে এসে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ ৷ এই মন্তব্য করে কোচবিহার শহরজুড়ে স্যানিটাইজ়েশনের কাজ করল তৃণমূল যুব কংগ্রেস ৷ এদিন শহরের কাছারি মোড়, সাগরদিঘির পাড়, দিলীপ ঘোষের সভাস্থান পানিশালা এলাকা স্যানিটাইজ়েশনের কাজ করা হয় ৷