দিলীপ ঘোষ হাস্যকর মানুষ, কটাক্ষ তৃণমূল সাংসদের - রাজ্যের কোরোনা পরিস্থিতি
প্রথম দিকে রাজ্যের আপত্তি থাকলেও কেন্দ্র বিমান পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল । আর সেই কারণেই কোরোনা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে । মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের । লকডাউনের দিনক্ষণ পরিবর্তন করা নিয়ে আজ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, "দিলীপ ঘোষের মতো একজন হাস্যকর মানুষের কথার জবাব দেওয়া একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি না। তার কারণ 30 জানুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান পরিষেবা বন্ধ রাখা হত তাহলে ভারতে এই করুণ পরিণতি দেখতে হত না ।"