এগরায় "আর নয় অন্যায়" কর্মসূচির উদ্বোধন দিলীপ ঘোষের - এগরায় চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বালিঘাই বাজারে "চায়ে পে চর্চা"-র অনুষ্ঠানে এসে "আর নয় অন্যায়" কর্মসূচির উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , " নারী নির্যাতন, দুর্নীতি, রাজনৈতিক হিংসা থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য একটা কর্মসূচি শুরু করেছি । যেখানে ডোর টু ডোর যাব । মানুষকে একটা লিফলেট দেব । যেখানে আমরা কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরব । সাধারণ মানুষের জন্য তারা কত রকম প্রকল্প করেছে, যা এই সরকারের জন্য মানুষ পাচ্ছেন না, সেই বিষয়টি তুলে ধরব । এগরা থেকে আজ তারই উদ্বোধন করলাম । "