পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh : ভোটের আগে বিজেপিতে বদ রক্ত ঢুকেছিল, মত দিলীপের - বিধানসভা উপনির্বাচন

By

Published : Oct 24, 2021, 6:39 PM IST

Updated : Oct 24, 2021, 11:02 PM IST

অনুপম হাজরার পর এবার দিলীপ ঘোষ ৷ একুশের ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে মাতামাতি করা যে দলের ভুল সিদ্ধান্ত ছিল, সেকথা মেনে নিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ রবিবার গোসাবায় নির্বাচনী প্রচারে আসেন দিলীপ ৷ আগামী 30 অক্টোবর রাজ্যের অন্য তিনটি বিধানসভা আসনের সঙ্গেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্রে ৷ বিজেপির প্রার্থী পলাশ রাহা ৷ এদিন তাঁর সমর্থনেই প্রচারে অংশ নেন দিলীপ ৷ মঞ্চে ভাষণের সময় তিনি বলেন, ‘‘রক্তক্ষরণ যখন শুরু হয়েছে, হয়ে যাক ৷ যত বদ রক্ত আছে শরীরে, সব বেরিয়ে যাক ৷’’ দলবদলুদের উদ্দেশ্যেই এই কটাক্ষ করেন তিনি ৷
Last Updated : Oct 24, 2021, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details