দিলীপ ঘোষের চা খাওয়ার অভ্যাস নেই, ও গোমূত্র খায় : অনুব্রত - দিলীপ ঘোষ গোমূত্র খায়
বোলপুরে চা চক্রে যোগ দিতে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, সেখানে হুমকি দিয়ে সমস্ত চায়ের দোকান বন্ধ করে দিয়েছে তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বললেন, "ওর তো চা খাওয়া অভ্যাস নেই। তাই মিথ্যে কথা বলছে। ও তো শুধু গোমূত্র খাওয়ার কথা বলে।"
Last Updated : Sep 10, 2020, 2:26 AM IST