Burnpur TMC Protest Against Dilip Ghosh : বার্নপুরে দিলীপকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, চলল খেলা হবে স্লোগান - বার্নপুরে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ
দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী-সমর্থকরা (TMC protest against Dilip Ghosh in Burnpur) ৷ বুধবার সকালে আসানসোলের পোলোগ্রাউন্ডে প্রাতঃভ্রমণ শেষ করে বার্নপুর বাসস্ট্যান্ডে চা চক্রে যোগ দেওয়ার পর বার্নপুর গেস্ট হাউসের দিকে যাওয়ার মুহূর্তে হীরাপুর থানার সামনে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী-সমর্থক ৷ চলে খেলা হবে স্লোগানও ৷ যদিও কারওর হাতে দলীয় পতাকা ছিল না । দিলীপ ঘোষের গাড়ি বিক্ষোভের মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে বিজেপি কর্মী-সমর্থকরা এসে পাল্টা স্লোগান দিতে শুরু করে । ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ালেও দু'পক্ষের নেতারা এসে কর্মী-সমর্থকদের সরিয়ে দেয় । এই ঘটনার প্রতিবাদ জানান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ।