পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Attacks Communist : বামপন্থীরা বরাবর দেশের সংস্কৃতিকে অপমান করে, মন্তব্য দিলীপ ঘোষের

By

Published : Jan 26, 2022, 3:06 PM IST

পৌর ভোট নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) । বুধবার তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে সন্ত্রাসহীন ভোট হল সোনার পাথরবাটি ৷’’ বুধবার সকালে মেদিনীপুরে এক চা-চক্রে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ একই সঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখান নিয়েও কটাক্ষ করেন তিনি (dilip ghosh attacks communist on buddhadeb bhattacharjee padma bhushan rejection issue) ৷ তাঁর কথায়, বামপন্থীরা চিরদিনই দেশের সংস্কৃতি ও পরম্পরা কে অপমান করে এসেছে ৷ তারা বাঙালি দেশপ্রেমিক ও তরুণ সমাজকে দেশের বিরোধিতা করতে শেখাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details