তৃণমূল প্রতিহিংসাপরায়ণ, রাকেশ সিং মামলা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের - তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
"তৃণমূল সাংসদের স্ত্রী সোনা চুরি করলে, পুলিশ তাদের ধরতে পারে না । অথচ বিজেপি নেতার বাড়ি থেকে তার দু'টো ছোটো ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেল । যারা প্রতিহিংসার কথা বলেন তারাই যে কত প্রতিহিংসাপরায়ণ এই ঘটনাতেই প্রমাণ হল ।" আজ ভোরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাকেশ সিং গ্রেফতারের মামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরও বলেন, " পিসিমনি ঢাল হিসেবে তাঁর বৌমাকে বাঁচানোর চেষ্টা করছেন, যা আগে পুলিশ কমিশনার রাজীব কুমারের ক্ষেত্রেও করার চেষ্টা করছিলেন । " দার্জিলিঙে তাঁকে কালো পতাকা দেখানো এবং বিমল গুরুং প্রসঙ্গে তিনি বলেন, গুরুং এখন শাসক দলের তল্পিবাহক হিসেবে কাজ করছে ।
Last Updated : Feb 26, 2021, 8:32 AM IST