"রাজ্য সরকার চায় না কৃষকরা সমস্ত সুবিধা পান"
“বাংলার কৃষকরা কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন না ৷ কারণ, রাজ্য সরকার চায় না কৃষকরা সমস্ত সুবিধা পান ৷ প্রধানমন্ত্রী কৃষকদের বছরে ছয় হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ অনেক রাজ্য নিজেদের কৃষকদের নামের তালিকা পাঠিয়েছে ৷ যে সমস্ত রাজ্য তালিকা পাঠিয়েছে তাদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে ৷ অথচ , পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের নামের তালিকা দেয়নি , ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দেয়নি ৷ সেই কারণে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হয়েছেন ৷” মালদায় দলীয় কর্মিসভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ গতকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে PM কিষান যোজনায় সাড়ে 8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 17,100 কোটি টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী ।