দিদি এতদিন বাবলা গাছ পুঁতেছেন, সেখানে আম ফলবে না; মমতাকে কটাক্ষ দিলীপের - রানিগঞ্জ সিয়ারসোল ময়দানে বিজেপির যোগদান সভা
"দিদি এতদিন কাঁটা পুঁতেছেন, বাবলা গাছ পুঁতেছেন, সেখানে আম ফলবে না । কাঁটাই হবে । সেই কাঁটা আজ গিলতে হচ্ছে । " রানিগঞ্জ শিয়ারসোল ময়দানে যোগদান সভা থেকে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূলের নেতাদের দল ছাড়ার প্রসঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করেন তিনি ।