মানিকতলায় কালীপুজোর উদ্বোধন দিলীপ ঘোষের - দিলীপ ঘোষ
কালীপুজোর উদ্বোধনে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ তিনি মানিকতলার শ্যামা সমিতির কালীপুজো উদ্বোধন করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘ এবারের পুজো অন্যরকমের ৷ তাই পুজো কমিটির কাছে আমার আবেদন দূরত্ব বজায় রেখে পুজো করুন ৷’’