"ছেলের অপরাধ ছিল ও বিজেপি করত", বললেন মৃত বিজেপি কর্মীর বাবা - মৃত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের স্ট্যাচুর উদ্বোধন
🎬 Watch Now: Feature Video
2018 সালে 9 ডিসেম্বর খুন হন কাঁকসার রূপগঞ্জের বিজেপি বুথ সভাপতি সন্দীপ ঘোষ । আজ সন্দীপ ঘোষের গ্রামে তাঁর মূর্তি উন্মোচন করা হয় । উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ বিজেপি কর্মী সমর্থকরা । অনুষ্ঠান মঞ্চে সন্দীপের বাবা মঞ্চে বলেন, "আমার ছেলে বিজেপি করত । এটাই ওর অপরাধ ছিল ।এর জন্যই ওকে খুন হতে হল ।"