লক্ষ্মণ শেঠ গিরগিটি : দিব্যেন্দু অধিকারী - tmc
তমলুকের রাধামনি থেকে হাকল্লা পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। জিপ থেকে হাত নাড়িয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এর পাশাপাশি ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী লক্ষ্মণ শেঠকে কটাক্ষও করেন। বলেন, লক্ষ্মণ শেঠ গিরগিটি। প্রতিদিনই রং পালটায়। তার সম্পর্কে আমার বলার কিছুই নেই।