Kamarhati : কামারহাটিতে ডায়রিয়া পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, আতঙ্কিত এলাকাবাসী - situation
কামারহাটির ডায়রিয়া পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কামারহাটি পৌরসভার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত প্রায় 150 জন মানুষ । সাগরদত্ত হাসপাতালে 115 জনের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । এছাড়াও বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজন রোগী ভর্তি আছেন । যথেষ্টই উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা। এই ঘটনার পর গতকাল জেলা স্বাস্থ্য দফতরের 8 জনের প্রতিনিধিদল কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কুমোরপাড়া এলাকায় পরিদর্শনে আসেন ৷ জেলার উপ স্বাস্থ্য আধিকারিক সুপর্ণা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখেন এবং আক্রান্ত রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন।