কাজ ও বকেয়া বেতনের দাবিতে ধরনা - durgapur
টানা দু'মাস ধরে রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকে একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানার শ্রমিকদের বেতন হচ্ছে না ৷ গতকাল বিকেলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের ছাঁটাই করা হয়েছে ৷ অভিযোগ, CPI(M)-র শ্রমিক সংগঠন CITU সদস্যরা কাজ করলেও তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র 150 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে ৷ আজ INTTUC অনুমোদিত শ্রমিক ইউনিয়নের সদস্যরা কারখানার গেটের সামনে কাজ ও বকেয়া বেতনের দাবিতে ধরনায় বসেন ৷