পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিদিকে জানিয়েও রাস্তা হয়নি, ক্ষোভ স্থানীয়দের - despite saying to the CM there was no road

By

Published : Nov 14, 2019, 3:06 PM IST

এক পাশে গ্রাম ৷ অন্য পাশে শহর ৷ মাঝখান দিয়ে চলে গেছে আলিপুরদুয়ার জংশন-বামনহাট রেল লাইন ৷ নিত্য প্রয়োজনে স্থানীয়দের রেল লাইন পেরোতে হয় ৷ তাতে চরম দুর্ভোগে পড়তে হয় দিনহাটা ভিলেজ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ৷ মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত রেলপথ বরাবর একটি রাস্তা তৈরির উদ্যোগ নেয় ৷ কিন্তু 70 মিটার হতেই টাকা না থাকায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায় ৷ 'দিদিকে বলো'-র কর্মসূচিতে অংশ নেওয়ার পর মাসদেড়েক আগে দিদিকে ফোন করেছিলেন স্থানীয়রা ৷ তবে তাতেও কোনও কাজ হয়নি ৷ বিষয়টি নিয়ে আন্দোলনে নামার কথা ভাবছেন বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details