চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ আসানসোলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - demonstrations of contractual teachers in Asansol
জানা গেছে, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে আগামী 11 জানুয়ারি নবান্ন অভিযানে যোগ দিতে চলেছে প্রায় পাঁচ লাখ চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষা কর্মীরা । তার আগে প্রতিটি জেলাতেই জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি পেশ করছে তাঁরা । আজ সেই মতো পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করতে যায় চুক্তিভিত্তিক শিক্ষক ও শুক্ষাকর্মীরা । পুলিশ তাঁদের বাধা দেয় । শুরু হয় ধস্তাধস্তি । শেষ পর্যন্ত শিক্ষক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেয় ।