পরিষেবা না পেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ - purba medinipur news
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব জানার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, আমাদের প্রধান সাহেব সুস্থ-সবল রয়েছেন । এমনকী নিজের ব্যবসাও সামলাচ্ছেন । সবরকম কাজকর্ম করছেন । অথচ পঞ্চায়েত অফিস না গিয়ে প্রধানের দায়িত্ব পালন করছেন না । মিলছে না পরিষেবা । তাছাড়া ওই প্রধানের নামে রয়েছে একাধিক দুর্নীতি । বিক্ষোভের জেরে প্রধান বাসুদেব জানা অফিসে গিয়ে দায়িত্ব সামলানোর আশ্বাস দেন ।