পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাবরায় জোড়া খুনে মূল অভিযুক্তের ফাঁসির দাবি রিঙ্কু দাসের - রাজীব দাসের দিদি

By

Published : Sep 16, 2020, 8:39 PM IST

হাবরায় প্রতিবাদী দম্পতি খুনের ঘটনার মূল অভিযুক্ত তন্ময় বরের ফাঁসির দাবিতে সরব হলেন দুষ্কৃতীদের হাতে খুন হওয়া আরেক প্রতিবাদী কিশোর রাজীব দাসের দিদি রিঙ্কু দাস । বলেন, "কারোর জীবন কেড়ে নেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি । যে খুন করেছে সে ভগবান হয়ে যায়নি যে কাউকে মেরে ফেলতে হবে । ওরা যেমন প্রতিবাদী ওই দম্পতিকে খুন করেছে তেমন ওদেরও বেঁচে থাকার কোনও অধিকার নেই । ওদের ফাঁসি হওয়া দরকার ৷"

ABOUT THE AUTHOR

...view details