দুর্গাপুর ব্যারেজ জলশূন্য, 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ঘাটতি মেজিয়ায়
দুর্গাপুরের ব্যারেজ জলশূন্য হয়ে পড়ায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ারের খরচ কমাতে বন্ধ হল দুটি ইউনিট । যাতে 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত নিয়মিত । দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে গিয়েছে ৷ সেই কারণেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জলের ঘাটতি দেখা গিয়েছে ৷ এর ফলেই বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দিল ।