পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গোসাবাতেও হরিণ উদ্ধার - yaas

By

Published : May 27, 2021, 5:00 AM IST

যশের তাণ্ডবে মানুষের সঙ্গেই ক্ষতিগ্রস্ত একাধিক প্রাণী ৷ ক্ষতিগ্রস্ত সুন্দরবনের এক বিশাল অংশ ৷ এরমধ্যেই যশের জেরে সুন্দরবনের একাধিক স্থানে হরিণ উদ্ধারের ঘটনা সামনে এসেছে ৷ মাতলা নদী এবং কুঁকড়েখালি নদী থেকে উদ্ধার হয়েছে হরিণ ৷ এরপর গোসাবার পাখীরালয়েও একই ঘটনা সামনে এল ৷ সাইক্লোনের অভিঘাতে জঙ্গল থেকে হরিণ ভেসে আসে লোকালয়ে । উদ্ধার করে গোসাবা থানার স্থানীয় মানুষ । এরপর হরিণটিকে ফরেস্ট রেঞ্জারের হাতে তুলে দেয় তারা ৷

ABOUT THE AUTHOR

...view details