ইস্টবেঙ্গলকেও ISL-এ দরকার, বলছেন মোহনবাগানের অর্থসচিব - ইস্টবেঙ্গলকেও ISL-এ দরকার, বলছেন দেবাশিস দত্ত
সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ইস্টবেঙ্গল না খেললে ISL জৌলুসহীন হয়ে যাবে । 16 অগাস্ট ফুটবলপ্রেমী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই বক্তব্যের রেশ টেনে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্তও বলেন, দেশের যে কোনও টুর্নামেন্টে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু'জনকেই দরকার ৷ তিনি বলেন, "আমি আগে থেকেই বলেছি যেকোনও অনুষ্ঠান জমাতে লতা মঙ্গেশকর, কিশোর কুমার দু'জনকেই দরকার । অর্গানাইজ়ারদের চাইতে হবে লতা ও কিশোরকে । কারণ একা লতা কিংবা একা কিশোর কুমারে অনুষ্ঠান জমে না । "
Last Updated : Aug 17, 2020, 7:57 AM IST