সুন্দরবনে অসুস্থ বাঘের মৃত্যু - sundarban tiger project
একটি পূর্ণবয়স্ক অসুস্থ বাঘের মৃত্যু হল সুন্দরবনে । আজ সকালে 11-12 বছরের একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের হরিখালি ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনকর্মীরা । বাঘটিকে দেখে ভীষণ অসুস্থ মনে হওয়ায় সঙ্গে সঙ্গে তাঁকে পানীয় জল ও খাবার দেওয়ার চেষ্টা করেন বনকর্মীরা । কিন্তু বাঘটি তা খেতে না পারায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে আসার চেষ্টা করেন বনকর্মীরা । কিন্তু নিয়ে আসার পথেই মৃত্যু হয় বাঘটির । ঝড়ের দিনই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত এবং লোকালয় থেকে বেশ কয়েকটি হরিণ ও কুমির উদ্ধার হয় । তবে বাঘের খবর সেভাবে পাওয়া যাচ্ছিল না । এদিন সকালে এই বাঘটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় । নোনা জলের দাপটে বাঘটি অসুস্থ হয়ে পড়ে বলেই প্রাথমিক অনুমান বন দফতরের ।