লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানাল পাহাড় - coronavirus in india
কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনতা কারফিউয়ে অভাবনীয় সাড়া দিয়েছিল গোটা দার্জিলিং । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত গোটা রাজ্যে জুড়ে লকডাউনকেও স্বাগত জানাল পাহাড় । দিলীপ সিং নামে এক পাহাড়বাসী বলেন, ‘‘জনতা কারফিউ হোক বা লকডাউন-সবই তাঁদের জন্যই করছে সরকার । সবার ভালোর জন্যই এই সিদ্ধান্ত । কোরোনা প্রতিরোধে এইসব সিদ্ধান্তকে তাই স্বাগত জানাচ্ছি । নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে তার বিরুদ্ধে পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে বলেই বিশ্বাস ।’’