পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দাদার অনুগামী হলে রায়নায় ঠাঁই হবে না ; হুঁশিয়ারি তৃণমূল নেতার - বামদেব মন্ডল

By

Published : Nov 29, 2020, 9:46 PM IST

Updated : Nov 29, 2020, 10:02 PM IST

রায়না বিধানসভা এলাকাতে দাদার অনুগামী সেজে থাকতে পারবেন না ৷ এখানে থাকতে হলে দিদির অনুগামী সেজে থাকুন ৷ না হলে বাসে চাপিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া হবে ৷ হঁশিয়ারি রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের ৷ আজ বিকালে রায়নার শ্যামসুন্দর এলাকায় দলীয় জনসভা থেকে তিনি আরও বলেন, "দাদার অনুগামী সেজে সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করবেন আর আমরা এখানে মাথায় টুপি পরে বসে থাকব, সেটা ভাববেন না । বিরোধীরা যতই শক্তিশালী হোক না কেন আমরা যে লড়াই করতে পারি 2008 সাল থেকে একের পর এক প্রমাণ দিয়েছি । প্রয়োজন হলে আবার লড়াই শুরু করব । এই জায়গায় সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দেব না ৷"
Last Updated : Nov 29, 2020, 10:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details