পরিচিত দিঘাকে আজ চেনা দায় ! - ঘূর্ণিঝড় যশ আপডেট
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা ৷ কোথায় বিচ, আর কোথায় বা সমুদ্র বোঝা দায় ৷ জলে ভেসে সব একাকার ৷ রাস্তার উপর হুড়হুড় করে বইছে সমুদ্রের জল ৷ ভেঙেছে সমুদ্র পাড়ের একাংশ ৷ হোটেলগুলি জলবন্দি ৷ জলে ভাসছে ছোটোবড় দোকানগুলি ৷ অতিপরিচিত দিঘাকে আজ চেনাই দায় ৷
Last Updated : May 27, 2021, 10:25 AM IST