পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যশের দাপটে ভাঙছে নদীবাঁধ, আতঙ্কিত সুন্দরবন - ঘূর্ণিঝড় ইয়াস

By

Published : May 25, 2021, 9:05 PM IST

সুন্দরবনের অন্যান্য জায়গার মতো নামখানার ভাঙন কবলিত দ্বীপ মৌসুনিতেও যশের প্রভাব পড়েছে ৷ মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ৷ আর তাতেই বেহাল নদীবাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ মঙ্গলবার দুপুরে মৌসুনি দ্বীপের বালিয়াড়া এলাকায় চিনাই নদীর বাঁধে প্রথমে ফাটল ধরতে শুরু করে ৷ তারপরই বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে এলাকায় ৷ নোনা জলে প্লাবিত হয়ে যায় শতাধিক বাড়ি ৷ বাঁধ ভাঙার খবর পেয়েই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি তা মেরামতির কাজ শুরু করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details