Cyclone Jawad Effect : জাওয়াদের আগাম সতর্কতায় বন্ধ হুগলির ফেরি পরিষেবা - বন্ধ ফেরি চলাচল
ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় বন্ধ করা হল হুগলির ফেরি ঘাটগুলি (Ferry Service Cancelled for Precaution in Hooghly) ৷ রাজ্য প্রশাসনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ জানানো হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আগাম সতর্কতা হিসেবে শনি ও রবিবার দু’দিন ফেরি পরিষেবা বন্ধ থাকবে (Ferry Service Cancelled) ৷ শনিবার সকাল সাড়ে ছ’টা থেকে চুঁচুড়া-নৈহাটি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ হুগলিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 15টির বেশি ফেরি ঘাট আছে ৷ সেগুলি সব আজ সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে (Cyclone Jawad Effect) ৷ হুগলি জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে গুপ্তিপাড়া, উত্তরপাড়া সহ একাধিক ফেরি ঘাট ৷ অন্যদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ ফলে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে লোকজনকে ৷
Last Updated : Dec 4, 2021, 1:17 PM IST