বাঁধ ভাঙল মন্দারমণিতে, গাছ ভেঙে রাস্তা অবরুদ্ধ দিঘায় - দিঘা
রাজ্যে প্রবেশ করল ঘূর্ণিঝড় আমফান ৷ প্রবেশের আগেই ধ্বংসলীলা শুরু করেছে আমফান ৷ মুষলধারায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরে । উত্তাল সমুদ্রের জল । মন্দারমণি কোস্টাল থানার অন্তর্গত তাজপুর,জামুয়া, শঙ্করপুর, জলদা, চাঁদপুর গ্রামের সমুদ্র বাঁধ ভেঙে গ্রামের ভিতরে জল ঢোকা শুরু হয়েছে ৷ গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি ও তার কিছু অংশ ভেঙে যায় । এখন পর্যন্ত প্রায় 400 মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে । প্রশাসনের তরফ থেকে বারবার মাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে । দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের উপরে ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার উপর পড়ে । দিঘা রেল স্টেশন, ঠিকরা মোড় , ছাত্রধরা,মহিষগোটের রাস্তার পাশে থাকা গাছগুলিও রাস্তার উপর ভেঙে পড়ে ৷ এরফলে রাস্তা অবরুদ্ধ হয় । NDRF-র দল পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে যানজট মুক্ত করে ।