রেশনে নিম্নমানের চাল, গ্রাহকরা বন্ধ করল দোকান - দুর্গাপুরে নিম্নমানের সরকারি চাল
রেশনে মিলছে নিম্নমানের সরকারি চাল । গ্রাহকরা ভালো চালের দাবি করলে রেশন ডিলার বলেন, "যা চাল এসেছে তাই নিতে হবে ।" তাতেই ক্ষুব্ধ হয়ে রেশন দোকান বন্ধ করল গ্রাহকরা । আজ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 19 নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায় ।