লোকচক্ষু উপেক্ষা করে খুনসুটিতে মাতল কারা...
করোনার জেরে দীর্ঘ দু'মাসের উপর বন্ধ রয়েছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্ক ও শিলিগুড়ি সংলগ্ন নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক । কার্যত লকডাউনের আবহে নতুন অতিথিদের আগমনে ওই দুই চিড়িয়াখানায় এখন খুশির আমেজ । দার্জিলিং চিড়িয়াখানায় এসেছে তিনটে স্নো লেপার্ড শাবক ও বেঙ্গল সাফারি পার্কে এসেছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার শাবক ও এক হিমালয়ান ব্ল্যাকবিয়ার শাবক । আজ খুনসুটিতে মাততে দেখা যায় নতুন অতিথিদের । পার্ক কর্তৃপক্ষের বিশেষ যত্নে বেড়ে উঠছে তাঁরা । কার্যত লকডাউনে পর্যটকদের দেখা না মিললেও, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন অতিথিদের দেখতে যে ভীড় উপচে পড়বে তা নিয়ে নিশ্চিত পার্ক কর্তৃপক্ষ ।