ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনে পরিদর্শনে CRS - CRS inspected Phoolbagan station
লকডাউনের কারণে সমগ্র দেশে মেট্রো পরিষেবা বন্ধ । সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত আগেই চালু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো । সল্টলেক সেক্টর ফাইভের পরে প্রথম মাটির তলায় স্টেশন হল ফুলবাগান । শুক্রবার CRS-এর তরফে ফুলবাগান স্টেশন পরিদর্শনে যান আধিকারিকরা । তাঁরা রেললাইন থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখেন । দেখুন ভিডিয়ো...