পরীক্ষাকেন্দ্রের ভিতরে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, কিন্তু বাইরে... - NEET 2020 examination
দেশ তথা রাজ্যর একাধিক পরীক্ষাকেন্দ্রে হচ্ছে NEET 2020। পরীক্ষাকেন্দ্রের ভিতরে-বাইরে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে মাপা হচ্ছে তাপমাত্রা ৷ পরীক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । প্রতি রুমে 12 জন করে পরীক্ষার্থীর বসার ব্যবস্থা রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজ গাড়ি ভাঙা করে পরীক্ষা দিতে এসেছে অনেকেই। অনেকেই আবার গতকাল এসে উঠেছেন পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী কোনও হোটেলে। কোরোনা পরিস্থিতিতের জেরে পরীক্ষা দিতে আসতে যে অনেকটাই অর্থ ব্যয় করতে হয়েছে তাতে সন্দেহ নেই ৷ কিন্তু, পরীক্ষাকেন্দ্রে প্রবেশে ও ভিতরে স্বাস্থ্যবিধি মানা হলেও পরীক্ষাকেন্দ্রের বাইরে দেখা গেল ভিন্ন ছবি ৷ অভিভাবকদের ভিড়ে ঢাকা পড়েছে সামাজিক দূরত্ব।