সরকারি মূল্যে আলু কিনতে ভিড়, তৎপর প্রশাসন - রানিগঞ্জ
রানিগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সরকারি মূল্যে আলু বিক্রি করা হয় । সরকারি মূল্যে আলু কেনার জন্য সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায় সেখানে । কিন্তু আলু কিনতে আসা কারও মুখে মাস্ক দেখা যায় না । মানা হয় না সামাজিক দূরত্বও । এমনকী আলু কেনার কাউন্টারে স্পষ্টভাবে লেখা রয়েছে, "মাস্ক ব্যবহার না করলে আলু পাবেন না "। অথচ কাউন্টারের ভিতরে যাঁরা রয়েছেন তাঁদের মুখেও মাস্ক থাকে না । এই ছবি ইটিভি ভারতের ক্যামেয় ধরার পড়ার পরই নড়েচড়ে বসল রানিগঞ্জ ব্লক প্রশাসন । সাধারণ বাসিন্দাদের মধ্যে মাস্ক বিতরণ করা শুরু হয় । সরকারি মূল্যে আলু কিনতে আসা মানুষের হাতে স্যানিটাইজ়ার দেওয়া হয় । লম্বা লাইন নিয়ন্ত্রণ করার জন্য রানিগঞ্জ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । এই বিষয়ে রানিগঞ্জের BDO অভীক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন " আমরা বারবার সাধারণ মানুষকে সচেতন করছি । সবাইকে মাস্ক ব্যবহার করতে বলছি ।"