পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফের লোকালয়ে কুমির - kakdwip police station

By

Published : Jul 12, 2021, 2:32 PM IST

ফের লোকালয়ে কুমিরের হানা ৷ কাকদ্বীপ থানার বুধাখালি গ্রামের চুনপুড়ি খালের কাছে মাছ ধরার সময় মৎস্যজীবীরা হঠাৎ দেখে একটি কুমির তাদের দিকে এগিয়ে আসছে ৷ মৎস্যজীবীরা তড়িঘড়ি মাছ ধরার জাল কুমিরটার উপর ছুড়ে দিয়ে চেপে ধরে চিৎকার করতে থাকে । চিৎকার শুনে আশেপাশের আরও মৎস্যজীবীরা সাহায্যের জন্য এগিয়ে এলে তিনজনে মিলে ধরে কুমিরটিকে জল থেকে ডাঙায় নিয়ে আসে । খবর দেওয়া হয় কাকদ্বীপ থানা এবং বনদফতরে । ততক্ষণে কুমিরটিকে ধরে গ্রামের মধ্যে নিয়ে আসে তিনজন মৎস্যজীবী । কুমির দেখতে ভিড় জমান গ্রামবাসীরা । এরপর বনদফতরের কর্মীরা এলে কুমিরটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ৷ বনদফতর সূত্রে খবর, এটি একটি পূর্ণবয়স্ক কুমির ৷ যশের জেরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধ ভেঙে যাওয়ায় কোনওভাবে কুমিরটি কাকদ্বীপের এই খালে এসে আশ্রয় নিয়েছে । কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর পাথরপ্রতিমা-ভগবতপুর কুমির প্রকল্পে ছেড়ে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details