শহরে অমিত শাহ, যাদবপুরে বিক্ষোভ বামেদের - শহিদ মিনারে অমিত শাহ
অমিত শাহের শহরে আসার পরেই যাদবপুরে বিক্ষোভ বামেদের । 'অমিত শাহ গো ব্যাক' দাবি নিয়ে রাজপথে নামল কলকাতা জেলা CPI(M) ৷ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে যাদবপুর । বিক্ষোভ শামিল হয় ছাত্র ও যুব সংগঠনগুলিও ৷
Last Updated : Mar 1, 2020, 1:21 PM IST