হাওড়ায় বামেদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি - cpim supporters showing agitation
কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিসহ একাধিক দাবি জানিয়ে আজ আইন অমান্য কর্মসূচি পালন করল বাম সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা । হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে থেকে শুরু হয় মিছিল । তবে হাওড়া পৌরনিগমের দিকে যেতেই বঙ্কিম সেতুর নিচে পুলিশ আন্দোলনকারীদের মিছিল আটকে দেয় । ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা । পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও সামনে আসে ।