"তোলা তুলছে পুলিশ", অভিযোগে থানা ঘেরাও CPI(M)-র - cpim show protest
পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে দুর্গাপুর থানা ঘেরাও করল CPI(M) । দলের তরফে স্মারকলিপিও দেওয়া হয় । স্থানীয় CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "এতদিন তৃণমূল কংগ্রেস তোলা তুলত । পুলিশ তাদের সাহায্য করত । কিন্তু, এবার পুলিশ প্রকাশ্যে তোলা তুলছে । আমরা এর প্রতিবাদ জানিয়েছি ।"