মমতার অপরাধ ছিল, কটাক্ষ সুজনের ; সৌজন্য নেই বলছেন গৌতম - sujan attacks mamata on east west metro
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ রাজ্যের শাসক দল । অন্যদিকে, এই ঘটনাকে ইতিহাসের পুনরাবৃত্তি বলে মন্তব্য করলেন বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । 2009 সালের ঘটনা প্রসঙ্গ তুলে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, সেদিন অপরাধ করেছিলেন মমতা, যার পুনরাবৃত্তি হচ্ছে আজ । মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন কি? তৎকালীন রাজ্য সরকারকে জানিয়েছিলেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী হিসেবে যে অপরাধ করেছিলেন সেই অপরাধই বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে করছে । আজ যা হচ্ছে অন্যায়, তবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন সেটাও অন্যায় ছিল ।" মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । তিনি বলেন, "BJP-র অভিধানে সৌজন্য বলে কোনও শব্দ নেই । তারা তালিবানি প্রথায় দেশ চালাচ্ছে । তার ফল পাবে ।"