তৃণমূলের তক্তার উপর দাঁড়িয়েই বিজেপি লাফাচ্ছে: সেলিম - তৃণমূলের তক্তার উপর দাঁড়িয়েই বিজেপি লাফাচ্ছে
মানিকচকের মথুরাপুরের ভূতনি চরের উত্তর চণ্ডীপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “লাল ঝান্ডা কমজোরি হওয়া মানেই মানুষের ঐক্যে ফাটল ধরা ৷ আজ হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদ করা হচ্ছে ৷ দিলীপ ঘোষ যা মুখে আসছে তাই বলছে ৷ এটা আবার নেতা ? আর যারা ভাবছে তৃণমূল, বিজেপিকে আটকাবে, তাদের বলে রাখি, 10 বছরের তৃণমূল জমানাতেই বিজেপি আরএসএস বেড়েছে ৷ যারা তৃণমূলকে এখানে নিয়ে এসেছে, তারাই বিজেপিকে নিয়ে এসেছে ৷ তৃণমূলের তক্তার উপর দাঁড়িয়েই বিজেপি লাফাচ্ছে ৷ তাই বিজেপিকে যদি তাড়াতে হয়, তার পায়ের নিচ থেকে তৃণমূলের তক্তাটাকে সরিয়ে ফেলতে হবে ৷ লাল ঝান্ডা সেই কাজ করবে ৷"