প্লাজমা দান করেও ভ্যাকসিনেই জোর ফুয়াদ হালিমের - fuad halim with an exclusive interview
এনিয়ে মোট সাতবার প্লাজমা দিলেন সিপিআইএম নেতা ফুয়াদ হালিম । যা নজির । তারপর বিশিষ্ট চিকিৎসক এবং চলতি বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বলছেন, করোনা সচেতনতার কথা । সতর্ক করেছেন নিজের নির্বাচনী কেন্দ্রের ভোটার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে । গতবছর সংক্রমণের পর ছয় বার প্লাজমা দিয়েছিলেন তিনি ৷ একজন ডাক্তার হিসাবে জানেন প্লাজমার গুরুত্ব কতটা ৷ তিনি বলেন, ‘‘প্লাজমা ডোনাররা যদি সংক্রামিত হয়ে থাকেন এবং টিকা নিয়ে থাকেন ৷ তাঁরা আর প্লাজমা দিতে পারবেন না ৷’’ তিনি সকলকে সাবধানে থাকতে পরামর্শ দেন ৷ তাঁর কথায়, নির্বাচনের কাজ কোনও মানুষের জীবনের চেয়ে বেশি দামি নয় ৷ তিনি সকলকে সাবধানে থাকতে পরামর্শ দেন ৷ তাঁর কথায় নির্বাচনের কাজ কোনও মানুষের জীবনের উপরে হয় না ৷