পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রাজ্যে চিকিৎসার জন্য রোগীকে লাট্টুর মতো ঘুরতে হয় : বিমান বসু - বিমান বসু

By

Published : Aug 26, 2020, 12:47 PM IST

চিকিৎসার জন্য এ রাজ্যে রোগীকে লাট্টুর মতো ঘুরে বেড়াতে হয় ৷ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে একথা বলেন CPI(M) পলিটবিউরো সদস্য বিমান বসু । হাওড়ায় দলীয় সভায় এসে তিনি বলেন, "রাজ্যে কেউ আক্রান্ত হলে চিকিৎসার জন্য রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছে । এর থেকেই বোঝা যায় রাজ্য সরকারের চিকিৎসা ব্যবস্থা কতটা খারাপ ।" পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, "রাজ্যে CPI(M)-এর বর্তমান ও প্রাক্তন নির্বাচিত জন প্রতিনিধিদের পিছনে PK-এর টিম ও BJP টাকার থলে নিয়ে ঘুরছে । টাকার প্রলোভন দেখাচ্ছে ।" দলের নেতারা সেই প্রস্তাব খারিজ করছেন জানিয়ে তিনি বলেন, "তবু বেশিরভাগ জায়গায় তাদের খালি হাতে ফিরতে হচ্ছে । দলের সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিরা দলেই আছেন ৷ দারিদ্রের মধ্যে দাঁড়িয়েও তারা PK ও BJP অর্থের প্রলোভনকে অস্বীকার করছে ।"

ABOUT THE AUTHOR

...view details