পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মানুষের পাশে রেড ভলান্টিয়ার, করোনা মোকাবিলায় বামেদের নতুন প্যারোডি - রেড ভলান্টিয়ারদের উৎসাহ করতে বামেদের নতুন প্যারোডি

By

Published : May 16, 2021, 6:29 PM IST

একুশের নির্বাচনী প্রচারে এবার একের পর এক গানের চমক এনেছিল বামেরা ৷ টুম্পা সোনা গানের প্যারোডি থেকে শুরু করে উরি উরি বাবা, লুঙ্গি ডান্স ৷ বামেদের প্রচারে এক অন্য মাত্রা এনে দিয়েছিল ৷ এবার 2010 সালের ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের সুরে আরও একটা প্যারোডি প্রকাশ বামেদের ৷ তবে এবার উদ্দেশ্য করোনা মোকাবিলা ৷ তাই করোনা মোকাবিলায় পথে নামা রেড ভলান্টিয়ারদের উৎসাহ করতেই এই প্যারোডি ৷ গ্যানের প্যারোডিতে রয়েছে করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার আশ্বাস ৷ ভোটে না জিতলেও লড়াই করে একসঙ্গে জেতার আহ্বান জানিয়েছে বামেরা ৷ সিপিএম-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নিজে এই প্যারোডিটি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details