রানিগঞ্জের সিপিআই(এম)-এর ট্রাক্টর মিছিল - Raniganj
সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজের পাশাপাশি কৃষকদের সমর্থনে ট্র্যাক্টর মিছিল সিপিআই(এম)-এর । নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন নামে সিপিআই(এম) । জামুরিয়া চান্দা মোড় থেকে দু' নম্বর জাতীয় সড়ক ধরে রানিগঞ্জ বল্লভপুর পর্যন্ত সিপিআই(এম)-এর ট্রাক্টর মিছিল বের হয়।