দুর্গাপুরে এসে পৌঁছল কোরোনা প্রতিষেধক - দুর্গাপুরে কোরোনা সতর্কতা
আজ দুর্গাপুরে এসে পৌঁছাল কোরোনা প্রতিষেধক । আগামী 16 তারিখ সিধু কানহো স্টেডিয়ামে 100 জনকে এই প্রতিষেধক দেওয়া হবে । এখনও পর্যন্ত 2 হাজার জনের নাম নথিভুক্ত করা হয়েছে, যাঁরা সামনের সারিতে থেকে কোরোনা মোকাবিলা করছেন । এমনটাই জানালেন ডিএমসির বোরো চেয়ারম্যান দিলীপ অগস্তি ও পৌর চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ।