কাঁথিতে করোনায় আক্রান্তদের জন্য চাঁদা তুলে ঈদ পালন ইমামের - imam of contai mosque
আজ খুশির ঈদ ৷ কিন্তু প্রত্যেকবারের মতো জমজমাটি ঈদের চেনা ছবি উধাও ৷ পরিবর্তে সাদামাটাভাবেই বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে ঈদ ৷ করোনা আবহে জাঁকজমক করে নয় বরং মানুষের সাহায্যার্থে চাঁদা তুলে ঈদ পালন করলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির মসজিদের ইমাম রফিক আলাম রিজভী ৷ বললেন, "করোনার দাপটে দেশজুড়ে অক্সিজেনের হাহাকার ৷ পাশাপাশি বহু জায়গা থেকে ওষুধ মিলছে না ৷ এই পরিস্থিতিতে আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ ৷ তাই নমাজ পড়ার পর স্থানীয়দের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে ৷ এই সংগৃহীত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করা হবে ৷ " তাঁর সঙ্গে ছিলেন গ্রামের মহল্লাদার শেখ ওমর ফারুক ৷